ই-সেবা

Blog

অনলাইনে ভোটার আইডি (NID) কার্ডের ভুল সংশোধন

nid card banner

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি (NID) কার্ড সংশোধন করতে চান? আসুন জেনে নেই কোন ধরনের ভুলের জন্য কি কি লাগবে এবং কিভাবে ভোটার আইডি (NID) কার্ডের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন ।

ভোটার আইডি কার্ড (NID) সংশোধনের আবেদন করার নিয়ম:

জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/ ভিজিট করুন। তারপর এনআইডি নম্বর জন্ম তারিখ ও ঠিকানা দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন । লগইন করে প্রোফাইল থেকে এডিট লিংক ক্লিক করে তথ্যগুলো সংশোধন করুন । সংশোধন-ফি ও প্রমাণপত্র আপলোড করে আবেদন জমা দিন । আবেদন অনুমোদিত হলে তথ্য সংশোধন হবে ।

nid registert onenid registert tow

ভোটার আইডি কার্ড সংশোধনে কি কি লাগে:

সাধারণত ভোটার আইডি (NID) সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতা সনদ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল জন্ম নিবন্ধন কপি পিতা মাতার আইডি কার্ড । এগুলো যে কোন দুইটি ডকুমেন্ট দিয়ে এনআইডি কার্ড সংশোধন করা যায় ।

মূলত তথ্য সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আলাদা হয়ে থাকে। নিচে সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর দেখানো হলো ।

সংশোধনের বিষয়

প্রয়োজনীয় কাগজপত্র

1

নাম সংশোধন

S.S.C বা H.S.C অথবা সমমানের সনদ অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বিবাহের কাবিননামা কমপক্ষে ২ সন্তানের এনআইডি (NID) কার্ডের কপি যেখানে পিতা মাতার নামের শুদ্ধ আছে (যদি থাকে)।

2

জন্ম তারিখ সংশোধন

কর্তৃপক্ষের প্রত্যয়ন ।

3

পিতা মাতার নাম সংশোধন

পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ ওয়ারিশ সনদ ভাইবোনের জাতীয় পরিচয় পত্র ।

ভোটার আইডি সংশোধন করতে কত টাকা লাগে :

ভোটার আইডি কার্ড সংশোধনে ২৩০ থেকে ৩৪৫ টাকা লাগে । সাধারণত আবেদনের ধরনের উপর সংশোধন ফি নির্ভর করে ভোটার আইডি কার্ড তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত ।

  1. ব্যক্তিগত তথ্য সংশোধন

  2. অন্যান্য তথ্য

  3. ঠিকানা পরিবর্তন

ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত তা একটি টেবিলের দেখানো হলো :

সংশোধনের ধরন

সংশোধন ফি

1

ব্যক্তিগত তথ্য সংশোধন

২৩০ টাকা

2

অনন্য তথ্য সংশোধন

১১৫ টাকা

3

উভয় তত্ত্ব সংশোধন

৩৭৫ টাকা

4

আইডি কার্ড ইস্যু (argent)

৩৭৫ টাকা

5

আইডি কার্ড ইস্যু (Regular)

২৩০ টাকা

এই সংশোধনী এর টাকা বিকাশ রকেট ও নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পরিশোধ করা যায় ।

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম:

বিকাশ দিয়ে খুব সহজে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি জমা দেওয়া যায় এর জন্য বিকাশ অ্যাপ এ প্রবেশ করে নিচে ধাপ গুলো অনুসরণ করি

  • Pay bill অপশনে যান

    paybill option start
  • সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং এনআইডি (NID) সার্ভিস অপশনটি বাচাই করুন ।

    paybill option two
  • এন আই ডি (NID) নম্বরটি ইংরেজিতে লেখুন ।

    paybill option three
  • আপনার আবেদনের ধরন বাছাই করুন।

  • বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন।

ফ্রি পরিশোধ করা হলে আপনি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট এ ফিরে যান এবং প্রমাণপত্র সমূহ আপলোড করে আবেদনটি সাবমিট করুন:

জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধন:

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করার জন্য https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগইন করে প্রোফাইল অপশনে যান এডিট লিংকে ক্লিক করে সঠিক জন্ম তারিখ লিখে ফি পরিশোধ করুন সবশেষে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন সাবমিট করুন

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন:

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করতে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা লগইন করতে হবে এবং প্রোফাইল অপশনে যেতে হবে এরপর এডিট অপশনে গিয়ে সঠিক নাম লিখতে হবে এবং সংশোধন ফি জমা দিতে হবে এরপর যেকোনো পাবলিক পরীক্ষার সনদপত্র জন্ম নিবন্ধন ইত্যাদি কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র গুলো আগেই স্ক্যান করে রাখতে হবে

জাতীয় পরিচয়পত্রের অন্যান্য তথ্য সংশোধন:

ভোটার আইডি কার্ডের অনন্য তথ্যের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা পেশা মোবাইল নম্বর ধর্ম ঠিকানা ইত্যাদি অনলাইন আবেদন করে সংশোধন ফি জমা দিয়ে সঠিক প্রমাণ আপলোড করে তথ্য সংশোধন করা যাবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখতে হবে

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কতদিন লাগে?

ভোটার আইডি কার্ড সংশোধন হয়ে রিইস্যু হতে আনুমানিক ৬০ কর্ম দিবস সময় লাগে তবে এটি নির্ভর করে আবেদনের ধরন ও ক্যাটাগরির উপর উপযুক্ত প্রমাণ পত্র আপলোড করে সঠিকভাবে আবেদন করার ১৪ থেকে ২১ দিনের মধ্যে আবেদন অনুমোদন হয়ে যায় তবে নির্বাচন চলাকালীন সময়ে এই সময় কিছুটা বেড়ে যেতে পারে তাছাড়া কোন প্রকার জটিলতা হলে অনুমোদন পেতে বিলম্ব হতে পারে আবেদনের প্রমাণাদি পুনরায় ভেরিফিকেশন করার জন্য কিছু ক্ষেত্রে আরো ৪-৫ দিন সময় বেশি লাগতে পারে

জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর কিভাবে পরিবর্তন করতে পারি?

এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করতে উপজেলা নির্বাচন অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে সংশোধন ফি বাবদ ২৩০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে


0

0

creator

sunny

2.9K Followers · Data Science

PhD in Aerospace Engineering at the University of Cincinnati. Machine Learning Engineer @ Gen Nine, Martial Artist, Coffee Drinker, from Italy.


Similar Posts

অনলাইনে ভোটার আইডি (NID) কার্ডের ভুল সংশোধন

অনলাইনে ভোটার আইডি (NID) কার্ডের ভুল সংশোধন

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি (NID) কার্ড সংশোধন করতে চান? আসুন জেনে নেই কোন ধরনের ভুলের জন্য কি কি লাগবে এবং কিভাবে ভোটার আইডি (NID) কার্ডের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন বিস্ত

Share Your Comment !